Home | সাহিত্য | নতুন এলবামের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিলের আয়োজন ঐশীস্বরের

নতুন এলবামের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিলের আয়োজন ঐশীস্বরের

রাজধানীর উত্তরায় আপনজন মিলনায়তনে ১৭ রমজান, ২৩ জুন অনুষ্ঠিত হয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন ঐশীস্বরের নতুন এলবাম “নাম যে মধুর” এর মোড়ক উন্মোচন উপলক্ষে রমজানের তাৎপর্যশীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল। পবিত্র কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর উদ্বোধনী ভাষণ দেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব ডি. এম নাজিম উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, আলহাজ্ব ডি, এম শামিম। সভাপতিত্ব করেন, ম্যাসিভ বিল্ডার্স লি: এর এম, ডি জনাব বিল্লাল হোসেন দুলাল। প্রধান আলোচক ছিলেন ধানমন্ডি মাসজিদ উত তাক্বওয়ার সম্মানিত ইমাম শায়খ আব্দুল হাফিজ মারুফ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আমানুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ম্যাসিভ বিল্ডার্স লি: এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আউয়াল, ইঞ্জিনিয়ার শাহজাহান মোল্লা, বিশিষ্ট গণমাধ্যম কর্মী আর. জে শামিম আল যাবের, মাসিক নারী কণ্ঠের সম্পাদক মাও. মাসুম বিল্লা, পাক্ষিক যুব কণ্ঠের সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন, মাও. গাজী আব্দুল জাব্বার, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফরিদ উদ্দিন দেওয়ান, মাও, জাহাঙ্গীর আলম, কে. আই. টি’র পরিচালক, নূর মুহাম্মদ পারভেজ, মুফতি আবুল হাসান, দেওয়ানপাড়া মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আলিম আর রাজি-সহ প্রমুখ সুধীজনেরা।

আর পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ঐশীস্বরের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যাক্তিত্ব মুফতি ওমর ফারুক সাহিল। ও নির্বাহী পরিচালক মাও. সাইফুল ইসলাম লাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দসহ বিশিষ্ট জনেরা।

রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সহ বক্তারা তুলে ধরেন, অপসংস্কৃতির ভিড়ে সুস্থ সংস্কৃতির প্রয়োজনীয়তা নিয়ে মূল্যবান বক্তব্য। অতঃপর সংগঠনের একটি নতুন এলবাম “নাম যে মধুর” এর মোড়ক উন্মোচন ও নতুন এলবাম থেকে মনমাতানো সংগীত পরিবেশনা করেন সংগঠনের শিল্পীরা। এলবামটির অনলাইন পরিবেশনায় রয়েছেন দেশাল বিডি.কম ইফতার পূর্বমুহূর্তে উত্তরা ১নং সেক্টর মাসজিদের ইমাম আলহাজ্ব মাও. রহমতুল্লাহ মাদানি দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

About admin

Check Also

নতুন বিতর্কের জন্ম দিলেন জাফর ইকবাল

বিতর্কিত লেখক জাফর ইকবাল এবার শিশু-কিশোর উপন্যাস লিখেছেন ‘ভুতের বাচ্চা সুলায়মান’। এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় …

Leave a Reply