Home | রাজনীতি | সিলেটে এক ব্যানারে আওয়ামী লীগ-বিএনপির শীর্ষ নেতারা

সিলেটে এক ব্যানারে আওয়ামী লীগ-বিএনপির শীর্ষ নেতারা

রাজনৈতিক সম্প্রীতির নগরী হিসেবে পরিচিত সিলেট। জাতীয় বিভিন্ন ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতিতে লিপ্ত হলেও সিলেটে এর ব্যতিক্রমই দেখা যায়।

দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সিলেটে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে রাজনীতি করছে। এরই আরেক দৃষ্টান্ত দেখা গেল আজ।
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হত্যা-নির্যাতনের প্রতিবাদে সিলেট নগরীর কাজীটুলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে একই ব্যানারে এসে অবস্থান নেন সিলেট মহানগর আওয়ামী লীগ ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা। মানববন্ধনে তারা বক্তব্যও রাখেন একইসুরে। তাদের দাবি ছিল, অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কবির শাহীন।

About admin

Check Also

সামনে মহাবিপদ হবে, সংসদে কাজী ফিরোজ

প্রশাসনসহ সবখানে আওয়ামী লীগ হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *