আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের ভোট দেয়ার ব্যবস্থা করবে সরকার। এজন্য যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে ভোটকেন্দ্র স্থাপন করা হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় উন্নয়নে অনাবাসীদের ভূমিকা ও চ্যালেঞ্জ ‘শীর্ষক এক সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। দেশে বিনিয়োগে প্রবাসীদের উৎসাহিত করতে প্রণোদনা এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠে, অবশ্যই তাদের, ভোটাধিকার আছে, যখন তারা দেশে আসে তখন ভোট দিতে পারে, তবে বিদেশে অবস্থানকালে ভোট দেয়ার কোন ব্যবস্থা এখন নেই। এবার নির্বাচনে আমরা প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে বেশ কিছু ভোট কেন্দ্র স্থাপন করবো।’
এ সময় তিনি আরো বলেন, ‘এর মধ্যে যুক্তরাষ্ট্রে একটি, যুক্তরাজ্য ও ইউরোপে একের অধিক। এছাড়া, সৌদিআরব, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভোট কেন্দ্র থাকবে। প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করতে বর্তমানে অ্যাডহক ভিত্তিতে কিছু প্রণোদনা দেয়া হলেও সেটা সুনিদিস্ট নয়। আগামী বাজেটে এ ব্যাপারে পদক্ষেপ।’